ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে চলে যাওয়া ছয়টি গরু অবশেষে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৫ জুন) দুপুরে আখাউড়া বিওপি ক্যাম্পে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এসব গরু ফেরত দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসংলগ্ন কালিকাপুর গ্রামের একটি মাঠে ৬-৭টি গরু ঘাস খাচ্ছিল। অসাবধানতাবশত গরুগুলো সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। বিষয়টি নজরে আসার পর বিএসএফ দ্রুত গরুগুলো আটক করে এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে অবহিত করে।
পরে আখাউড়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে বিএসএফের ৪২ ব্যাটালিয়নের এসিপি ক্যাম্প কমান্ডারের আলোচনার ভিত্তিতে দুপুর ১২টা ৪৫ মিনিটে গরুগুলো ফেরত পাঠানো হয়।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সম্প্রতি ওই সীমান্ত দিয়ে গরু ভারতের দিকে চলে যাওয়ার ঘটনা বেড়েছে। বিএসএফ এ বিষয়ে একাধিকবার সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে সীমান্তবর্তী এলাকায় মাইকিংও করা হয়েছে।
তিনি আরও বলেন, “রোববার সকালে ফের একই ধরনের ঘটনা ঘটে। তবে উভয়পক্ষের সমন্বয়ে গরুগুলো দ্রুত উদ্ধার করে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্থানীয়দের আরও সতর্ক থাকতে বলা হয়েছে।”
উল্লেখ্য, সীমান্ত এলাকায় নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থ রক্ষায় বিজিবি ও বিএসএফ নিয়মিত সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে।