Ridge Bangla

ইরানি হামলার জবাবে তেহরানকে মূল্য চোকাতে হবে: ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি হামলার জবাবে তেহরানকে চরম মূল্য দিতে হবে। তিনি বলেন, ইসরায়েলি নাগরিকদের ওপর এই হামলার দায় সরাসরি তেহরানের এবং এর পরিণতি তাদের ভোগ করতে হবে।

সম্প্রতি ইরানের প্রতিশোধমূলক হামলায় বহুজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হওয়ার পর এ বক্তব্য দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দায়ী করে কাটজ অভিযোগ করেন, তিনি ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন যেন ইসরায়েল প্রতিরোধ না করে।

কাটজ আরও বলেন, এই ধরনের হামলার মূল উদ্দেশ্য হলো ইসরায়েলের প্রতিক্রিয়া রোধ করা, কিন্তু এর মাধ্যমে খামেনির সামরিক ক্ষমতা ভেঙে পড়ছে। তিনি খামেনিকে আক্রমণ করে বলেন, “তিনি একজন কাপুরুষ খুনি ও অহংকারী একনায়ক। ইরানের হামলার প্রতিশোধ শিগগিরই নেওয়া হবে।”

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে উত্তেজনা আরও তীব্রতর হচ্ছে। এতে করে বড় পরিসরে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।

শুক্রবার ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলায় এখন পর্যন্ত ১৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। বিপরীতে, ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২৬০ জন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন