দিনাজপুরের হিলি সীমান্তে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ জুন) ভোররাতে সীমান্তের ২৮৫/৭-এস পিলারের কাছাকাছি রেলস্টেশন এলাকার ২০ গজ বাংলাদেশ অংশে এই অভিযান চালানো হয়।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক জানান, ভারত থেকে মাদক চোরাচালানের গোপন সংবাদ পেয়ে অতিরিক্ত নজরদারি শুরু করে বিজিবি। রাতে টহল দলের সদস্যরা ওঁৎ পেতে থাকেন। একপর্যায়ে ভারত থেকে আসা চোরাকারবারিরা মাদক নিয়ে সীমান্ত পেরোতেই বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা মাদক ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত বস্তা থেকে পাওয়া যায় ৬,৩৬০ পিস ভারতীয় ইনজেকশন অ্যাম্পল এবং ৮৬ বোতল ফেনসিডিল।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চোরাচালান রোধে সীমান্তজুড়ে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয়দের মতে, হিলি সীমান্ত দিয়ে ভারতীয় মাদকের প্রবেশ দিন দিন বেড়েই চলেছে। এই ভয়াবহ প্রবণতা রোধে শুধুমাত্র বিজিবি নয়, স্থানীয় জনগণেরও সচেতন ও সহায়ক ভূমিকা প্রয়োজন।