দীর্ঘ ১০ দিনের ঈদুল আজহার ছুটি শেষে রোববার (১৫ জুন) সকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, গত ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত উভয় দেশের সিএন্ডএফ সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বস্তি ও উদ্দীপনা দেখা গেছে। প্রতিদিন এই বন্দর দিয়ে গড়ে ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়, যার মধ্যে রয়েছে কাঁচামাল, পেঁয়াজ, চাল, ফলমূল, কয়লা, মশলা ও নির্মাণসামগ্রী।
ভোমরা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবু রাসেল আজাদ জানান, এই বন্দরটি দেশের অন্যতম রাজস্ব আয়ের উৎস। প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব সরকার আয় করে। তিনি বলেন, বন্দরটি দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভোমরা ইমিগ্রেশন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফাল দুলাল মণ্ডল জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ঈদের ছুটির সময় যাত্রীদের চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ব্যবসায়ী ও শ্রমিকরা আশা প্রকাশ করেছেন, ছুটি শেষে বন্দর আরও কার্যকরভাবে পরিচালিত হবে।