ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল শুরু হওয়ায় পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর জাজিরা ও মাওয়া দুই প্রান্ত মিলিয়ে মোট ৩৮ হাজার ৭০৪টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা।
রোববার (১৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়।
তিনি জানান, ধীরে ধীরে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছে, তবে সেতুর জাজিরা প্রান্তে যানজট বা অতিরিক্ত চাপ নেই। গাড়িগুলো থেমে থেমে টোল দিয়ে নির্বিঘ্নে পার হচ্ছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ২৫ হাজার ২৪০টি গাড়ি এবং মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ১৩ হাজার ৪৬৪টি গাড়ি। এতে মোট টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি টাকা।
প্রকৌশলী আবু সাদ নিলয় আরও বলেন, “মানুষ নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে। টোল আদায়ে কোনো জটিলতা নেই, টোলপ্লাজায় দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
উল্লেখ্য, ঈদের আগমুহূর্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী যাত্রায় পদ্মা সেতুতে ব্যাপক যানজট দেখা গেলেও ফিরতি যাত্রায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে।