সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ইস্যুতে আলোচনা করতে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।
রোববার (১৫ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক শুরু হবে, যা চলবে ১৯ জুন পর্যন্ত।
বৈঠকে আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন প্রক্রিয়া, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) প্রবর্তনের সম্ভাবনা এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি।
এর আগে ৩ জুন অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পর্যায়ের প্রথম বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. আলী রীয়াজ।
কমিশন জানিয়েছে, দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে সুপারিশ তৈরি করা হবে। এই ধারাবাহিক সংলাপের উদ্দেশ্য হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত প্রস্তাবনা তৈরি করা।
সংলাপের শুরু থেকেই সংলাপভিত্তিক রাজনৈতিক ঐক্য গঠনের ওপর গুরুত্ব দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এবারের বৈঠকেও অংশগ্রহণকারী দলগুলোর কার্যকর মতামতকেই প্রাধান্য দেওয়া হবে।