ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে তার দেশের সশস্ত্র বাহিনী আরও কঠোর ও জোরালো জবাব দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক টেলিফোনালাপে এই মন্তব্য করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সহায়তায় ইসরায়েল আন্তর্জাতিক আইন ভেঙে ইরানের ওপর হামলা চালিয়েছে। মানবাধিকারের কথা বলা দেশগুলোরই এখন এই বর্বরতা ও হামলার পেছনে অস্ত্র সহায়তা দেখে বিশ্ব হতবাক।”
তিনি আরও বলেন, “যুদ্ধের নিয়ম থাকা সত্ত্বেও ইসরায়েল ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা তা মানছে না। ইরান ইতোমধ্যেই ইসরায়েলের উন্নত সামরিক প্রযুক্তি ধ্বংস করেছে। ভবিষ্যতে যদি এমন হামলা আবার চালানো হয়, তাহলে আমাদের জবাব হবে আরও কঠোর।”
পেজেশকিয়ান আরও বলেন, “এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া আগ্রাসী রাষ্ট্রগুলো থেকে আত্মরক্ষা অসম্ভব। যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্য নয়—আলোচনার নামে তারা হামলার সুযোগ নেয়, যা স্পষ্ট বিশ্বাসঘাতকতা।”
ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের অবস্থানকে সমর্থন জানান এবং ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি ইরানিদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং জানান, হজ পালন শেষে ইরানি হাজিদের দেশে ফিরিয়ে আনতে পাকিস্তান সহযোগিতা করবে।