Ridge Bangla

কারাগারে আত্মহত্যা করলেন আগ্নেয়াস্ত্রধারী সুজন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন (৪৫)। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। কারা হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে দুপুর ১২টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কারা সূত্র জানায়, সুজন সাধারণ বন্দিদের একটি কক্ষে ছিলেন। সেই কক্ষে আরও দুই বন্দি থাকলেও একজন আদালতে ছিলেন এবং অন্যজন ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে তিনি নিজের গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস লাগান।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। তার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আগ্নেয়াস্ত্র হাতে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়ে ব্যাপকভাবে আলোচিত হন সুজন। আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন