মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারের সময় কক্সবাজার উপকূল থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও এনার্জি ড্রিংকস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারচক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। তারা সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।
শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টার দিকে কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সাগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার নির্দেশ দিলে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। তবে কোস্ট গার্ডের অভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া চালিয়ে নৌকাটি আটক করে। পরে বোটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৯১ বস্তা ইউরিয়া সার এবং ৯ হাজার ৭২টি রয়েল টাইগার ব্র্যান্ডের এনার্জি ড্রিংকস। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৮১ হাজার ৪১০ টাকা।
কোস্ট গার্ড জানায়, আটককৃতরা শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল মিয়ানমারে পাচারের চেষ্টা করছিল। অভিযানে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কক্সবাজার কাস্টমস বিভাগে এবং আটক পাচারকারীদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।