Ridge Bangla

প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: জামায়াত আমির

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, লন্ডনে একটি রাজনৈতিক দলের (বিএনপি) সঙ্গে বৈঠক ও যৌথ প্রেস বিবৃতি প্রদান করে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন।

শনিবার (১৪ জুন) সকালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এরপর তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠক ও যৌথ বিবৃতি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশে বহু রাজনৈতিক দল সক্রিয়। কেবল একটি দলের সঙ্গে আলোচনায় নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তার জন্য প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা অপরিহার্য।”

তিনি জানান, ১৬ এপ্রিল তিনি নিজেও একটি বিদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে বৈঠক করে বলেন, ২০২৬ সালের রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তাই সময়সীমা নিয়ে আপত্তি না থাকলেও, একজন প্রধান উপদেষ্টার একক পক্ষপাতমূলক আচরণ মেনে নেওয়া যায় না।

জামায়াতের নির্বাহী পরিষদ প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে, তিনি যেন নিরপেক্ষতা বজায় রাখেন এবং সকল রাজনৈতিক দলের আস্থা অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন