দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত জারিকৃত এক পূর্বাভাসে জানানো হয়, ঢাকাসহ ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়ের আশঙ্কা রয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর। ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযান ও যাত্রীদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
বৃষ্টিপাতের এ প্রবণতা কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেললেও শহরাঞ্চলে জলাবদ্ধতা ও যানজটসহ জনদুর্ভোগ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।