Ridge Bangla

কুড়িগ্রামে ২৫ বছর পর কবর থেকে অক্ষত মরদেহ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় একটি কবর থেকে দাফনের ২৫ বছর পর এক ব্যক্তির অক্ষত মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদরাসার নির্মাণাধীন ভবনের মাটি কাটার সময় এ ঘটনা ঘটে।

সরকারি অর্থায়নে মাদরাসা ভবনের নির্মাণকাজ চলছিল। এ সময় ভেকু মেশিন দিয়ে মাটি কাটার একপর্যায়ে ধসে পড়ে একটি সাদা কাপড়ে মোড়ানো মরদেহ বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে মরদেহটি উদ্ধার করেন এবং আলেমদের পরামর্শে তা মসজিদের পাশের কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

স্থানীয়রা জানান, মরদেহটি খারুয়ার পাড় গ্রামের বাসিন্দা এবং হাফিজিয়া মাদরাসার সাবেক দপ্তরি বাহের আলীর। তিনি ছিলেন মাদরাসার জমি দাতা এবং প্রিয় মুখ। মৃত্যুর পর তাঁকে মাদরাসার পেছনে দাফন করা হয়।

চিলমারী মডেল মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ বলেন, “ইসলামী বিশ্বাস অনুযায়ী, আল্লাহর প্রিয় বান্দা বা শহীদদের মরদেহ অনেক সময় অক্ষত থাকে। তবে এটি আল্লাহর গোপন রহস্য—অবশ্যই নিশ্চিতভাবে বলা যায় না যে, যিনি অক্ষত আছেন, তিনি আল্লাহর প্রিয় বান্দাই ছিলেন।”

ঘটনাটি স্থানীয়দের মধ্যে ধর্মীয় আবেগ ও সচেতনতা বাড়িয়েছে। অনেকে ঘটনাকে ‘ঈমান ও নৈতিকতার শিক্ষা’ হিসেবে দেখছেন এবং কবর জিয়ারতের প্রতি আগ্রহও বেড়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন