Ridge Bangla

ড. ইউনূস-তারেক বৈঠকে উদ্বেগ, অবস্থান জানাল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত বৈঠক এবং যৌথ প্রেস ব্রিফিং নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে।

শনিবার (১৪ জুন) রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, “ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর যে যৌথ প্রেস ব্রিফিং ও বিবৃতি দেওয়া হয়েছে, তা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা এতে প্রশ্নবিদ্ধ হয়েছে।”

জামায়াতের দাবি, দেশে ফিরে এসে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করাই হতো সঠিক কূটনৈতিক আচরণ। ১৬ এপ্রিল এক বিদেশি মিশনের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি বা ব্রিফিং না দিয়েই দলের অবস্থান ব্যাখ্যা করা হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জামায়াত মনে করে, একটি দলের সঙ্গে একক বৈঠক করে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া গ্রহণযোগ্য নয়। দলটি দ্রুত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে একটি নিরপেক্ষ ও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন