গলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর আগে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জ্বরে আক্রান্ত হওয়ায় প্রথম টেস্টে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যাচটি শুরু হবে আগামী মঙ্গলবার।
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, গল টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে মিরাজের শারীরিক অসুস্থতা দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আজ সকালে সর্বশেষ জানা গেছে, গত কয়েক দিনে ওর অবস্থা কিছুটা ভালো হয়েছে। ওষুধ নেওয়ার পর সন্ধ্যায় ওর প্রতিক্রিয়া কেমন থাকে, সেটা দেখা হবে। আশা করছি, আগামীকাল অনুশীলনে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।”
মিরাজ না খেলতে পারলে স্পিন বিভাগে বড় ধরনের প্রভাব পড়বে বলেই মনে করছেন কোচ সিমন্স। সাধারণত বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশ দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দেন মিরাজ। তার অনুপস্থিতিতে বিকল্প খেলোয়াড় নির্বাচন করা দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সিমন্স বলেন, “এটা অবশ্যই কিছুটা দুশ্চিন্তার বিষয়। তবে এক জনের সমস্যা অন্য কারও জন্য সুযোগ এনে দিতে পারে। মিরাজ না খেললে অন্য কাউকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও জানান, এখনো একাদশ চূড়ান্ত করা হয়নি এবং আগামীকাল পিচ পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত গলের উইকেট স্পিন সহায়ক হলেও সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজ সেরে উঠে দলে ফিরতে পারেন কি না।