Ridge Bangla

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে মূলত দুটি ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি মূল ক্যাম্পাস ছাড়াও রয়েছে আরেকটি ক্যাম্পাস, যা অনেকের অজানা। এটি ‘নারিকেল বাড়িয়া ক্যাম্পাস’ নামে পরিচিত।

রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাইপাস থেকে প্রায় এক কিলোমিটার পূর্বদিকে খড়খড়ি এলাকায় অবস্থিত এই ক্যাম্পাসটি। যদিও নাম নারিকেল বাড়িয়া, এখানে নারিকেল গাছের তুলনায় লিচু ও অন্যান্য গাছই বেশি।

বিশ্ববিদ্যালয়ের ‘ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ এবং ‘ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস’ বিভাগের প্র্যাকটিক্যাল ক্লাস ও গবেষণার কাজ এই ক্যাম্পাসে পরিচালিত হয়। নারিকেল বাড়িয়া ক্যাম্পাসের আয়তন প্রায় ৫০ বিঘা।

অনেক শিক্ষার্থী রয়েছেন, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন, কিন্তু কখনোই যাননি এই ক্যাম্পাসে। প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশে গড়ে তোলা এই নারিকেল বাড়িয়া ক্যাম্পাস এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের আবাসভূমি।

আরো পড়ুন