Ridge Bangla

ঈদে দর্শকের সাড়া পাচ্ছে তমা-নিশোর ‘দাগি’

দাগি মুভি

এবারের ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত চলচ্চিত্র দাগি। সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফিরলেন আফরান নিশো। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও শহীদুজ্জামান সেলিম।

মুক্তির আগে থেকেই ভাইরাল হয় সিনেমাটির একটি ডায়লগ— “হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই, যদি তুমি না আসো।” মুক্তির পর ঈদের দিন থেকেই সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের সব শো হাউসফুল যাচ্ছে, ফলে শো সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ২৪টি শো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পরিচালক জানিয়েছেন, দর্শকের আগ্রহের কারণে আগামী সপ্তাহ থেকে দাগি আন্তর্জাতিকভাবে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও দাগি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শকরা প্রশংসা করছেন সিনেমার গল্প, সংলাপ ও অভিনয়ের। অভিনয়শিল্পীরা হল পরিদর্শন করে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

দাগি ছাড়াও এই ঈদে মুক্তি পাওয়া অন্যান্য চলচ্চিত্রের মধ্যেও দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। শাকিব খানের বরবাদ, সিয়াম আহমেদের জংলি, মোশাররফ করিমের চক্কর ৩০২ ও সজল-ফরিয়ার জ্বীন ৩ এর প্রদর্শনীও জমজমাটভাবে চলছে।

আরো পড়ুন