Ridge Bangla

শুক্রবার প্রথমবারের মতো বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

শুক্রবার প্রথমবারের মতো বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানদের মধ্যে ৪ এপ্রিল এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ব্যাংককে চলমান বিমসটেক সম্মেলনের পাশাপাশি এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেস সচিব আরও জানান, বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই দেশের নেতা প্রথমবারের মতো সাক্ষাৎ করেন এবং কুশলাদি বিনিময় করেন। নৈশভোজের সময় উভয় নেতা ঘনিষ্ঠভাবে দীর্ঘ সময় ধরে আলাপ করেন।

আরো পড়ুন