Ridge Bangla

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

সড়ক দুর্ঘটনা

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামইরহাট মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউটের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পথচারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নওগাঁর লক্ষীতাড়া গ্রামের আদিবাসী আলবার্ট মার্ডি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনার হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্কভাবে বাইক চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন