যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে সেই আদেশকে উপেক্ষা করে ইউরোপ সফরে বেরিয়েছেন নেতানিয়াহু এবং হাঙ্গেরিতে পেয়েছেন লালগালিচা সংবর্ধনা।
২০২৩ সালের পর এটি নেতানিয়াহুর প্রথম ইউরোপ সফর, যেখানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বলবৎ রয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবতরণ করেন। নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে হাঙ্গেরি আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সিদ্ধান্ত কার্যকর হতে এক বছর সময় লাগবে। এর আগেও ফিলিপাইন ও বুরুন্ডি আইসিসি থেকে সরে গিয়েছিল।
আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। ফলে সদস্য রাষ্ট্রগুলোকেই আদালতের আদেশ কার্যকর করতে হয়। হাঙ্গেরি আইসিসির সদস্য রাষ্ট্র হওয়ায় সেখানে নেতানিয়াহুকে গ্রেফতার করা আইনি বাধ্যবাধকতা ছিল। কিন্তু হাঙ্গেরি তা মানেনি। বরং দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান নেতানিয়াহুকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, ভিক্টর ওরবান আইসিসির রোম সংবিধিতে স্বাক্ষরকারী একজন নেতা। অথচ এই সংবিধি উপেক্ষা করায় তিনি আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক মানবাধিকার সংস্থা নেতানিয়াহুর গ্রেফতার দাবি করেছে। তবে হাঙ্গেরি নিজেদের সংবিধানের ব্যাখ্যা দিয়ে আইসিসির রায় কার্যকর না করার পক্ষে অবস্থান নিয়েছে।