Ridge Bangla

পাবনায় এক যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় এক যুবককে কুপিয়ে হত্যা

পাবনা পৌর শহরের অনন্ত বাজার কলোনি এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরাফাত (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আরাফাত পাবনা পৌর এলাকার মুটেপাড়া মহল্লার বাসিন্দা ওমর আলীর ছেলে।

পাবনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত আরাফাতকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পাবনা শহরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

আরো পড়ুন