Ridge Bangla

মুসলিম হিসেবে নিজের প্রথম ঈদ উদযাপন করলেন দেব চৌধুরী

দেব চৌধুরী

ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিম হিসেবে নিজের প্রথম ঈদ উদযাপন করলেন নওমুসলিম ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক আবদুল্লাহ চৌধুরী, যিনি কিছুদিন আগেও পরিচিত ছিলেন দেব চৌধুরী নামে।

ঈদের দিন নিজের ফেসবুক পেইজে ‘ঈদ মোবারক’ লিখে সকলকে শুভেচ্ছা জানান তিনি। এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের আবদুল্লাহ চৌধুরী বলেন, ‘‘একজন মুসলিম হিসেবে এটি আমার জীবনের প্রথম ঈদ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি ঈদ উদযাপন করলাম।’’

উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী রাজধানী ঢাকার দারুস সালাম শাহী মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের উপস্থিতিতে সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয় আবদুল্লাহ চৌধুরী।

আরো পড়ুন