Ridge Bangla

দক্ষিণ আফ্রিকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নারী পাইলটসহ নিহত ৩ জন

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এক শিক্ষানবিশ নারী পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। প্রশিক্ষণ চলাকালীন একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

জানা গেছে, গত রোববার কোয়াজুলু-নাটালের মুই নদীর কাছে নিখোঁজ হওয়া বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন এনকোবিলে বিয়েলা নামের এক তরুণী শিক্ষানবিশ পাইলট। অপর দুইজন যাত্রীও ঘটনাস্থলেই নিহত হন। তবে বিমানে থাকা আরও দুইজন পাইলট প্রাণে বেঁচে গেলেও তারা সামান্য আহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, দুর্ঘটনার পরপরই তাদের দুর্ঘটনা ও ঘটনা তদন্ত বিভাগ (এআইআইডি) এবং দক্ষিণ আফ্রিকান সিভিল এভিয়েশন অথরিটি যৌথভাবে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে বিমানটির ব্ল্যাক বক্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

এদিকে কোয়াজুলু-নাটাল প্রদেশের পরিবহণ ও মানব বসতি বিভাগের মেম্বার অব এক্সিকিউটিভ কাউন্সিল (এমইসি) সিবোনিসো ডুমা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

তিনি বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান। এই দুর্ঘটনার পর দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের দাবি উঠছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন