Ridge Bangla

এই বছর হজ করেছেন ১৬ লাখের বেশি মুসলমান

পবিত্র হজ পালন করেছেন বিশ্বের ১৭১টি দেশ থেকে আগত ১৬ লাখেরও বেশি মুসলমান। বৃহস্পতিবার (৫ জুন) আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হয় হজের মূল আনুষ্ঠানিকতা—উকুফে আরাফা।

চলতি বছর হজ পালনে মোট নিবন্ধিত হন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসলমান। এর মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন এবং বাইরের দেশ থেকে আগত ছিলেন ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। হাজিদের মধ্যে পুরুষ ছিলেন ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন এবং নারী ছিলেন ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন।

এই হাজিদের মধ্যে ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন বিমানযোগে, ৫ হাজার ৯৪ জন নৌপথে এবং ৬৬ হাজার ৪৬৫ জন স্থলপথে হজে অংশ নেন।

হজের মূল ফরজ অংশ উকুফে আরাফায় হাজিরা দিনভর দোয়া, ইবাদত ও কান্নাজড়ানো প্রার্থনায় মগ্ন ছিলেন। জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করে সূর্যাস্তের পর তারা রওনা হন মুজদালিফার উদ্দেশে।

হজের খুতবায় বিশেষভাবে প্রার্থনা করা হয় ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য। একইসাথে বিশ্ব মুসলিমের ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের প্রান্তর, যেখানে ইসলামের অন্যতম বৃহত্তম সমাবেশে মিলিত হন লাখো মুসলমান।

আরো পড়ুন