Ridge Bangla

মারা গেলেন ‘ব্যাটম্যান’ খ্যাত হলিউড অভিনেতা ভ্যাল কিলমার

Van Kilmer

৬৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউড অভিনেতা ভ্যাল এডওয়ার্ড কিলমার। দীর্ঘদিন কণ্ঠনালীর ক্যান্সারে ভুগে মঙ্গলবার (১ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৫ সালে তার কণ্ঠনালিতে ক্যান্সার ধরা পড়ে।

তার মেয়ে মার্সিডিজ কিলমার গণমাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভ্যাল কিলমার শেষ সময়টায় আর লড়াই চালিয়ে যেতে পারেননি।

ভ্যাল কিলমার জন্মগ্রহণ করেন ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পড়াশোনা করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটে। তার বাবা টেড কিলমার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা ইউনি কিলমার ছিলেন একজন নৃত্যশিল্পী। ১৯৮০-র দশকে মঞ্চ নাটক দিয়ে তার অভিনয়জীবনের শুরু হয়। এরপর ধীরে ধীরে হলিউডে নিজের জায়গা করে নেন।

ভ্যান কিলমার
ভ্যান কিলমার

ভ্যাল কিলমারের উল্লেখযোগ্য চলচ্চিত্র

  • Top Gun (1986):
    ‘আইসম্যান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এই চরিত্র এখনো তার সবচেয়ে জনপ্রিয় ভূমিকাগুলোর একটি।
  • The Doors (1991):
    রক ব্যান্ড The Doors-এর গায়ক জিম মরিসনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন। এটি একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র।
  • Batman Forever (1995):
    জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যান চরিত্রে তিনি অভিনয় করেন। যদিও সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পায়, তবে তার অভিনয় প্রশংসিত হয়।
  • Tombstone (1993):
    ‘ডক হলিডে’ চরিত্রে অসাধারণ অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান।
  • Heat (1995):
    ক্রাইম-ড্রামা ঘরানার এই সিনেমায় ড্যানি চরিত্রে রবার্ট ডি নিরো ও আল পাচিনোর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।
  • Kiss Kiss Bang Bang (2005):
    হ্যারি চরিত্রে তার অভিনয় ছিল স্মরণীয়।
  • The Ghost and The Darkness (1996):
    আফ্রিকার দুই রক্তপিপাসু সিংহের বিরুদ্ধে লড়াইয়ের গল্পে তিনি সির হেনরি চরিত্রে অভিনয় করেন।
  • Real Genius (1985):
    তরুণ প্রতিভাবান একজন ছাত্র হিসেবে হাস্যরসাত্মক ভূমিকায় অভিনয় করেন।

ভ্যাল কিলমার ছিলেন এক বহুমাত্রিক অভিনেতা, যিনি অ্যাকশন, ড্রামা, কমেডি, জীবনীভিত্তিক সিনেমা ও সাইকোলজিক্যাল থ্রিলার- সব ঘরানাতেই দক্ষতা দেখিয়েছেন। তার চরিত্রের গভীরতা ও অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তার প্রস্থান শুধু হলিউড নয়, বিশ্ব চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আরো পড়ুন