বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং অন্যান্য দাতা দেশ ও আন্তর্জাতিক অংশীদারদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
খাদ্য সহায়তার এই চালান যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত পণ্যে গঠিত। এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর মাধ্যমে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জরুরি প্রয়োজন মেটাতে বিতরণ করা হবে। মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় যুক্তরাষ্ট্রের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।