Ridge Bangla

আবারও বাংলাদেশে আসছে আইএমএফের প্রতিনিধিদল, বাংলাদেশ কি পাবে দুই কিস্তির অর্থ?

IMF

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর সঙ্গে চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় কিস্তি পেতে প্রথমবার হোঁচট খেয়েছিল বাংলাদেশ। তবে এপ্রিল মাসেই এই জটিলতা কাটিয়ে উঠতে পারে দেশ। আইএমএফের পক্ষ থেকে আরোপিত শর্ত পর্যালোচনার জন্য প্রতিনিধি দল এবার ঢাকায় আসছে। সব কিছু ঠিকঠাক থাকলে আইএমএফ থেকে ২৩৯ কোটি ডলারের দুটি কিস্তি একসঙ্গে পেতে পারে বাংলাদেশ।

তবে শর্ত পূরণে বাংলাদেশ ও আইএমএফ যদি নিজ নিজ অবস্থানে অনড় থাকে, তাহলে পরবর্তী কিস্তি পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাও বাংলাদেশকে ঋণ দিতে রক্ষণশীল হয়ে উঠতে পারে- এমন আশঙ্কার কথাও জানিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আইএমএফের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির অর্থ পেতে বাংলাদেশের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার উদ্যোগ ছাড়া অন্য দুটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

সম্প্রতি অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফের সঙ্গে এক প্রাক–বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, “বাজেট সহায়তার জন্য আইএমএফের ঋণ প্রয়োজন। এ কারণেই সরকার ও আইএমএফ যৌথভাবে ২০২৪–২৫ অর্থবছরের জন্য নির্ধারিত দুটি কিস্তি একসঙ্গে ছাড়ে সম্মত হয়েছে।

আইএমএফের প্রতিনিধি দলটি আগামী ৬ এপ্রিল থেকে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, দেশের স্বার্থে উভয় পক্ষকে কিছুটা নমনীয়তা দেখিয়ে হলেও ঋণ কর্মসূচিটি অব্যাহত রাখা জরুরি।

আরো পড়ুন