Ridge Bangla

কারাবন্দীদের ঈদ

ঢাকা কেন্দ্রীয় কারাগার

মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর একটি বিশেষ আনন্দের দিন। এই দিনে মানুষ নতুন পোশাক পরে, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে, আনন্দ ভাগাভাগি করে। তবে কারাবন্দীদের ঈদ কেমন কাটে- সে বিষয়ে খুব কমই আলোচনা হয়। সেই অচেনা দিকটিই তুলে ধরার চেষ্টা করেছে রিজ বাংলা।

অন্যান্য জায়গার মতো, কারাগারেও ঈদের দিনটি একটি ব্যতিক্রমী ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। সকালেই বন্দিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। এই জামাতে অংশ নেন সাধারণ বন্দি থেকে শুরু করে ডিভিশনপ্রাপ্ত ভিআইপিরাও।

ঈদের দিন কারাবন্দীদের জন্য থাকে বিশেষ খাবারের আয়োজন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরের দিন সকল শ্রেণির বন্দীর জন্য একযোগে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সকালের নাশতায় থাকে সেমাই, পায়েস ও মুড়ি। দুপুরে পরিবেশিত হয় পোলাও বা খিচুড়ি, মুরগির রোস্ট, গরু বা খাসির মাংস, সালাদ, মিষ্টি ও পান। রাতের খাবারে থাকে ভাত, আলুর দম ও ডিম।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) জান্নাত-উল ফরহাদ জানান, ঈদের দিন প্রতিটি কারাগারে বন্দীদের জন্য জামাতের ব্যবস্থা করা হয়। উন্নতমানের খাবার ছাড়াও বন্দীদের স্বজনদের পাঠানো খাবার গ্রহণেরও সুযোগ দেওয়া হয়। ঈদের পরদিন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কারাগার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও অনুমতি দেওয়া হয়ে থাকে।

প্রসঙ্গত, সারাদেশে বর্তমানে ৬৮টি কারাগারে বন্দী রয়েছেন মোট ৬৭ হাজার ৭২৩ জন। এর মধ্যে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা ৮ হাজার ১০০।

আরো পড়ুন