ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী সোমবার (২ জুন) সকাল ১১টার দিকে দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন তিনি।
বাংলাদেশের জার্সিতে প্রথমবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করলেন এই মিডফিল্ডার। স্টেডিয়ামে ভিড় করেন ভক্তরা, একনজর হামজাকে দেখতে বাসের সামনে ভিড় জমালেও কড়া নিরাপত্তার কারণে অনেকেই হতাশ হয়ে ফিরে যান।
প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৬ জন ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডাকলেও অনুশীলন শুরু করেন ২৪ জন নিয়ে। তৃতীয় সেশনে এসে যোগ দিলেন দলে সবচেয়ে আলোচিত তারকা হামজা চৌধুরী। এখন অপেক্ষা কেবল কানাডা প্রবাসী মিডফিল্ডার শামিত সোমের, যিনি আগামী বুধবার সকালে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। শামিত ইতোমধ্যেই কানাডা জাতীয় দলে দুটি ম্যাচ খেলেছেন।
এর আগে ভারত ম্যাচের আগে হামজা বাংলাদেশে এসে কিংস অ্যারেনায় একদিন অনুশীলন করেছিলেন। এরপর পরদিন বাংলাদেশ দল ভারতে রওনা হয় এবং সেখানে কয়েকদিন অনুশীলন শেষে ম্যাচ খেলে ফেরে। ২৬ মার্চ ম্যাচ শেষে তিনি আবার ইংল্যান্ডে ফিরে যান।