Ridge Bangla

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৪ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার কুক সম্প্রতি অধ্যাপক ইউনূসের ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ অর্জনের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “এটি একটি মহান সম্মান, যা আমি দেশের মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।”

বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বিমান চলাচল ও অভিবাসন সংক্রান্ত সহযোগিতা এবং অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করেন। এছাড়া বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা সারাহ কুককে জানান, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গঠিত কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে এবং খুব শিগগিরই এর ইতিবাচক ফল আসবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, অধ্যাপক ইউনূস আগামী ৯ জুন যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন। সফরকালে তিনি ব্রিটিশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

আরো পড়ুন