নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারের ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছে, যা প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়। প্রায় দুই দশক ধরে ধারাবাহিকভাবে প্রচারিত হয়ে আসা অনুষ্ঠানটি নাট্যনির্ভর একটি ব্যতিক্রমী ম্যাগাজিন, যেখানে স্বামী-স্ত্রীর সংলাপের মাধ্যমে ঈদ এবং সমসাময়িক নানা বিষয়ের ব্যঙ্গাত্মক ও রসাত্মক উপস্থাপনা করা হয়। সেই সঙ্গে গান, নাটক এবং তথ্যভিত্তিক রিপোর্টিং যুক্ত থাকে।
এবারের পর্বে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন, এবং গৃহ সহকারীর ভূমিকায় ছিলেন শিউলী শিলা। অনুষ্ঠানটির আলাদা বৈশিষ্ট্য হলো—প্রতি পর্বে কোনো নির্দিষ্ট উপস্থাপক না থাকলেও বিভিন্ন তারকা শিল্পীরা বিষয়ভিত্তিক আলাদা শৈলীতে অনুষ্ঠানটি উপস্থাপন করেন।
এ পর্বে তিনটি গান পরিবেশিত হবে—দুটি প্রেমের গান এবং একটি ফোক গান। প্রথম গানটি গেয়েছেন সাব্বির জামান ও সিঁথি সাহা; লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজন করেছেন সাব্বির জামান। দ্বিতীয় প্রেমের গানটি কণ্ঠ দিয়েছেন কিশোর দাস ও লিজা; লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছেন কিশোর দাস। ফোক গানটি পরিবেশন করেছেন কিরণ চন্দ্র রায়, লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী।
‘পাঁচফোড়ন’ এবারের পর্বে কোরবানির ঈদকে কেন্দ্র করে একাধিক নাট্যাংশও থাকছে, যেখানে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, আনোয়ার শাহীসহ আরও অনেকে।