Ridge Bangla

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী রোববার দিবাগত রাতে এক সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার সময় তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারে তার ব্যক্তিগত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক।

দুর্ঘটনায় বাপ্পির গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বাপ্পি বলেন, “আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি। গাড়ি স্বাভাবিকভাবেই চলছিল, হঠাৎ একটি ট্রাক পেছন থেকে জোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় উল্টে যাচ্ছিল। খুব ভয় পেয়েছিলাম, এখনও ট্রমার মধ্যে আছি।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। পাশাপাশি এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বাপ্পির অভিনীত নতুন চলচ্চিত্র ‘কুস্তিগীর’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি প্রেক্ষাগৃহে নয়, প্রচারিত হবে টেলিভিশনে। আসন্ন কোরবানির ঈদের দ্বিতীয় দিনে ছবিটি প্রচারিত হবে চ্যানেল আই-এ।

ভক্তরা বাপ্পির নিরাপদে থাকার খবরে স্বস্তি প্রকাশ করেছেন এবং তার দ্রুত মানসিকভাবে সুস্থতা কামনা করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন