তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার যেন স্থানীয় নির্বাচন না করে এবং তার মেয়াদ তিন মাসের বেশি না হয়—এটাই আমাদের দলের অবস্থান।”
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে বিরতিতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
জাতীয় নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সংসদে সব দলের সম্মিলিত মতামত প্রয়োজন বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন। তার ভাষায়, “আমরা প্রস্তাব দিয়েছি—জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তগুলো সংসদে সব দলের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হোক।”
তিনি আরও জানান, কমিশনের প্রস্তাবে বলা হয়েছে—আস্থা ভোট, অর্থবিল ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যরা হুইপের বাইরে স্বাধীন হবেন। তবে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব এসেছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।
যুদ্ধাবস্থার মতো স্পর্শকাতর পরিস্থিতিতে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছেন সালাহউদ্দিন। সংবিধান সংশোধন ছাড়া অন্য দুটি বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের চেয়ারম্যান নিয়োগের যে প্রস্তাব আছে, তা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে সরকারের কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলেও মত দেন বিএনপি নেতা।