Ridge Bangla

বাজেট কম, হিট বেশি—‘শিলা কি জাওয়ানি’ নিয়ে ফারাহ খানের মন্তব্য

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান চলচ্চিত্রে নিজের দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন। একাধিক হিট গানের নেপথ্যে তার অসাধারণ মেধা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘তিস মার খান’ ছবির বিখ্যাত গান ‘শিলা কি জাওয়ানি’, যেটি ফারাহ পরিচালনা করেছিলেন এবং যেখানে ছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে ফারাহ খান জানান, ‘শিলা কি জাওয়ানি’ তার ক্যারিয়ারের সবচেয়ে কম বাজেটের নির্মিত গান হলেও এটি সবচেয়ে বেশি হিট হয়। তার ভাষায়, “অনেকেই বড় বাজেটে গান বানান বলে গর্ব করেন, কিন্তু আমি এতে খুশি হই না। আমি বরং বিশ্বাস করি বাজেট কম হলে সৃজনশীলতা বাড়ে। ‘শিলা কি জাওয়ানি’ আমার ক্যারিয়ারের সবচেয়ে গ্ল্যামারাস কিন্তু সবচেয়ে সস্তা গান।”

তিনি আরও জানান, গানটির জন্য কোনো বিলাসবহুল সেট তৈরি করা হয়নি। শুটিংয়ে অংশ নেন মাত্র ১০ জন নৃত্যশিল্পী এবং পুরো গানের দৃশ্যধারণ শেষ হয় সাড়ে তিন দিনে। এত কম খরচে এমন সফলতা পাওয়া ছিল তার কাছে বিশেষ অর্জন।

উল্লেখ্য, ‘শিলা কি জাওয়ানি’ মুক্তির পর থেকেই শ্রোতাদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স, গানের সুর ও কথাগুলো এখনও অনুষ্ঠান ও পার্টিতে ব্যাপকভাবে বাজানো হয়। গানটি বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক আইটেম সং হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আরো পড়ুন