দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল করেছে সরকার। রোববার (২ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৩০ জন জেলা ও দায়রা জজসহ মোট ২৫২ জন বিচারককে বদলি করা হয়েছে। পাশাপাশি আরও ১৩ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বদলিকৃত বিচারকদের মধ্যে রয়েছেন ৩০ জন জেলা ও দায়রা জজ, ৩৮ জন অতিরিক্ত জেলা জজ, ২১ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ১৬৩ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ। তাঁদের আগামী ৩ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একই দিনে প্রকাশিত আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ১৩ জন সিনিয়র সহকারী জজকে ৩য় গ্রেডে উন্নীত করে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদেরও অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। একজন বিচারক মাতৃত্বকালীন ছুটি শেষে দায়িত্ব হস্তান্তর করে যোগ দেবেন বলেও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।