দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা আবারও বড় পর্দায় ফিরছেন নতুন অ্যাকশন-ড্রামা সিনেমা ‘কিংডম’ নিয়ে। আগামী ৪ জুলাই মুক্তি পেতে যাওয়া এই চলচ্চিত্রকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা।
সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে এক সাধারণ যুবকের সংগ্রামকে কেন্দ্র করে, যিনি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেন। রাজনীতি, প্রেম এবং আদর্শের দ্বন্দ্বে গড়া এই গল্পে বিজয়কে দেখা যাবে এক আগ্রাসী ও বুদ্ধিদীপ্ত চরিত্রে।
‘কিংডম’ পরিচালনা করেছেন গৌতম কৃষ্ণ, যিনি ছবির সংলাপ ও চিত্রনাট্য রচনাতেও যুক্ত ছিলেন। নারী চরিত্রে রয়েছেন ঈশ্বর্যা মেনন। পাশাপাশি রয়েছেন বলিষ্ঠ অভিনয়শিল্পীরা—মুরলী শর্মা, রম্যা কৃষ্ণান ও প্রকাশ রাজ। তাঁদের উপস্থিতি সিনেমাটিকে আরও বর্ণিল করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ছবির টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজয়ের নতুন লুক, সংলাপ ও অ্যাকশন স্টাইল ইতিমধ্যেই দর্শকদের নজর কাড়তে শুরু করেছে। ট্রেলার মুক্তির পর কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে দর্শকসংখ্যা লাখ ছাড়িয়ে যায়।
‘কিংডম’ একযোগে মুক্তি পাবে তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায়। পরে ওটিটি প্ল্যাটফর্মেও এটি দেখার সুযোগ থাকবে।
সব মিলিয়ে ‘কিংডম’ হতে যাচ্ছে বিজয় দেবেরাকোন্ডার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক—একটি বর্ণাঢ্য, আবেগঘন এবং রাজনৈতিক বাস্তবতায় মোড়া চলচ্চিত্র অভিজ্ঞতা।