Ridge Bangla

পাকিস্তানে ভারত-সমর্থিত ১৪ সন্ত্রাসীকে হত্যার দাবি

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় অন্তত ১৪ জন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)। বুধবার (৪ জুন) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সোমবার (২ জুন) ও মঙ্গলবার (৩ জুন) দুইদিনব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ফিতনা-আল-খারিজ’ নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে তীব্র বন্দুকযুদ্ধে ১৪ জন জঙ্গি নিহত হয়। পাকিস্তানি বাহিনী টার্গেট করে সুনির্দিষ্ট স্থানে আঘাত হানে।

বিবৃতিতে বলা হয়, “এই গোষ্ঠীটি ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন। এখনও এলাকায় পরিচ্ছন্নতামূলক অভিযান চলছে যাতে কোনো জঙ্গি গা-ঢাকা দিতে না পারে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, “সন্ত্রাসবাদী ও মানবতার শত্রুদের ঘৃণ্য উদ্দেশ্যকে চূর্ণ করা হবে। নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের মাধ্যমে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করাই আমাদের লক্ষ্য।”

এর আগে বেলুচিস্তানের কাচ্চি জেলার মাচ এলাকাতেও নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালায়।

আরো পড়ুন