ঈদের আনন্দযাত্রার সূচনা হয়েছে সোমবার। তারপর থেকে বিরামহীনভাবে বইছে উৎসবের উচ্ছ্বাস। বুধবারের চিত্রই বলে দিচ্ছে, এই আনন্দ-উল্লাস আগামী কয়েকদিন জুড়েই চলবে। শিশু-কিশোর, তরুণ-তরুণী, মধ্যবয়সী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ- সবাই আনন্দে ভাসছে।
রাজধানীজুড়ে ঈদকে ঘিরে চলছে নানা আয়োজন। সবুজে ঘেরা রমনা পার্ক, সিনেমা হল, ঐতিহাসিক লালবাগ কেল্লা, জাতীয় চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, থিম পার্ক, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে ভিড় করছেন বিনোদনপ্রেমীরা। শুধু জাতীয় চিড়িয়াখানাতেই তিন দিনে প্রায় ৩ লাখ ৮০ হাজার দর্শনার্থী প্রবেশ করেছে বলে জানা গেছে।
শুধু শহর নয়, গ্রাম-গঞ্জেও বিরাজ করছে ঈদের আমেজ। এবারের ঈদে টানা ছুটির ফলে দেশের পর্যটন এলাকাগুলোতে বেড়েছে দর্শনার্থীর ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন, রাঙ্গামাটি, বান্দরবান, সাজেকসহ বিভিন্ন অঞ্চলে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
ইকো ট্যুরিজম পার্ক, রিসোর্ট, চিড়িয়াখানা- সবখানেই জমে উঠেছে আনন্দ। ঢাকার বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রেও মানুষের ঢল নেমেছে।
গ্রাম হোক কিংবা শহর- প্রতিটি জায়গাতেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে প্রাণে প্রাণে। এই উৎসব নতুন করে সমাজে ভালোবাসা, সম্প্রীতি আর পারিবারিক বন্ধনের শক্তি জাগিয়ে তুলেছে।