Ridge Bangla

আজ পবিত্র হজ

আজ ৯ জিলহজ, বৃহস্পতিবার, সৌদি আরবের মক্কা নগরীর অদূরে আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত—পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়েছে আরাফাতের প্রান্তর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৪ লাখ ধর্মপ্রাণ মুসলমান সেখানে একত্র হয়েছেন।

ফজরের নামাজ আদায় শেষে হাজিরা মিনা থেকে রওনা হয়ে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করছেন আরাফাতে। পুরুষরা সাদা সেলাইবিহীন এহরামে এবং নারীরা শরিয়তসম্মত পোশাকে সেখানে অবস্থান করছেন। এখানেই শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) দেড় হাজার বছর আগে বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।

আজ মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করছেন মসজিদুল হারামের ইমাম ও শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এই খুতবা তাৎক্ষণিকভাবে ৩৪টি ভাষায় অনুবাদ করে হাজিদের শোনানো হচ্ছে। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ শেষে কাল মিনায় গিয়ে শয়তানকে নিক্ষেপ, পশু কোরবানি এবং মাথা মুণ্ডনের পর ‘তাওয়াফ আল ইফাদা’ সম্পন্ন করবেন।

বাংলাদেশ থেকে এবার হজ পালনে অংশ নিয়েছেন ৮৭ হাজার ১৫৭ জন। সৌদি হজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গতকাল থেকেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তীব্র গরম ও কষ্টসাধ্য পরিবেশ উপেক্ষা করে হাজিরা একাগ্রচিত্তে ইবাদত ও আনুষ্ঠানিকতা পালন করছেন।

আরো পড়ুন