নোয়াখালীর চৌমুহনী-মাইজদী সড়কে গ্যাসচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্লোব ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনই শিশু। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন:
- কহিনুর হোসেন (৫৫), নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ি
- শাহরিয়ার (৯), চৌমুহনীর নাজিরপুরের আনোয়ারের ছেলে
- সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), আনোয়ারের দুই মেয়ে
- তাওহিদ (৫) ও শাহনা (১০), একই এলাকার ইকবালের ছেলে ও মেয়ে
কহিনুর হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, “পাঁচজন শিশুই হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীরের ৫-৭ শতাংশ অংশ পুড়ে গেছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত।” এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ও আহতদের উদ্ধার করতে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন।