Ridge Bangla

ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধায় আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল

ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (ডে-অফ) বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। এই সিদ্ধান্ত আজ সোমবার (৩ জুন) থেকে কার্যকর হয়ে ঈদের আগের দিন পর্যন্ত বহাল থাকবে।

রেলওয়ের ঈদ পরিকল্পনায় জানানো হয়, ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলবে না, তবে সেদিন ‘মেইল এক্সপ্রেস’ ট্রেন বিশেষ ব্যবস্থায় চালানো হবে। ঈদের পর থেকে নিয়মিত ডে-অফ ফের কার্যকর হবে।

যাত্রীদের যাতায়াত সহজ করতে আগামীকাল (৪ জুন) থেকে ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন (মোট ১০টি) চালু হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ের বিভিন্ন জংশন ও গুরুত্বপূর্ণ স্টেশনে কর্মকর্তাদের তদারকি জোরদার করা হয়েছে। দুর্ঘটনা রোধে রেলপথে টহল বাড়ানো হয়েছে এবং রেলব্রিজ ও সিগন্যালিং ব্যবস্থায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়া, ট্রেনের কোচ ও ইঞ্জিনে চলছে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা। কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে রিলিফ ট্রেন।

এই উদ্যোগ যাত্রীদের ঈদ যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সুরক্ষিত করবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

আরো পড়ুন