সুনামগঞ্জে সুরমা নদীপথে পাচারের সময় ভারত থেকে চোরাইপথে আনা ৯০টি গরু আটক করেছে ট্রাস্কফোর্স দল। বিজিবির সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নদীপথে ট্রলারে করে গরুগুলো পাচার করা হচ্ছিল।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। গরুগুলোর বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, গরুগুলো ভারতের মেঘালয় রাজ্য থেকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে চোরাইপথে আনা হয়। পরে দেশি গরুর সঙ্গে মিশিয়ে স্থানীয় হিসেবে দেখিয়ে ট্রলারে করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের পরিকল্পনা ছিল।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযানে আটক গরুগুলো বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ক্যাম্পে হস্তান্তর করা হয়।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, আগে থেকেই পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯০টি গরু ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।
পরে প্রাণিসম্পদ কর্মকর্তাদের মাধ্যমে গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারা জানিয়েছেন, অধিকাংশ গরু ভারতের মেঘালয় থেকে আনা। আপাতত গরুগুলো স্থানীয় জিম্মাদারদের জিম্মায় রাখা হয়েছে। নিয়মিত মামলার মাধ্যমে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চোরাকারবারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।