Ridge Bangla

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘লও ঠেলা’–র ৯ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংলও ঠেলা বিরুদ্ধে অভিযান চালিয়ে সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি চাপাতি ৪টি ধারালো চাকু।

বুধবার (১৪ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজারের মেকআপ খান রোড এবং বোর্ড গার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাংলও ঠেলা‘– জন সক্রিয় সদস্য গ্রেপ্তার হন।

এর আগে ওই দিন বিকেল ৩টার দিকে রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড প্রেমতলা গলিতে এই গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে চাপাতি হাতে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্যাংটির অন্যান্য সদস্যদের শনাক্ত গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন