Ridge Bangla

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭, আহত শতাধিক

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে ৭ জন নিহত এবং অন্তত ২০০ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৩৫ জন। শনিবার (১৪ জুন) রাতভর ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে হাইফা, তেল আবিব ও জেরুজালেমসহ বিভিন্ন ইসরায়েলি শহরে। বিস্ফোরণের খবর ও হতাহতের তথ্য আল জাজিরা, স্থানীয় গণমাধ্যম ও চিকিৎসকদের বরাতে জানা গেছে।

এর আগে শনিবার সকালে ইসরায়েল ইরানের বিভিন্ন বেসামরিক ও জ্বালানি স্থাপনায় বিমান হামলা চালায়। রাজধানী তেহরানের শাহরান এলাকায় একটি তেল স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। ওই হামলার প্রতিক্রিয়ায় রাতেই ইরান বড় পরিসরে সশস্ত্র প্রতিরোধ চালায়।

ক্ষেপণাস্ত্র হামলার সময় পুরো ইসরায়েলে সতর্কতা সাইরেন বাজানো হয় এবং সেনাবাহিনী (আইডিএফ) সাধারণ জনগণকে বাংকারে বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। বিভিন্ন শহরের আকাশে আগুনের গোলা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে—হামলার তীব্রতা স্পষ্ট ছিল।

এদিকে, ইরানে ইসরায়েলি বিমান হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানি সরকারি সূত্র জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত ও প্রায় ৮০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী এবং ২০ জন শিশু রয়েছে।

তেহরান বলেছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় চলমান পরমাণু আলোচনা চলাকালে ইসরায়েলের এমন হামলা একপ্রকার “উসকানি ও বিপজ্জনক পদক্ষেপ”। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন