১৯৬৫ সালের কথা, এক নির্জন সমুদ্রসৈকত, আকাশে ছায়া মেলা মেঘ, আর সেখানে দুজন ভগ্নহৃদয় মানুষ। ফরাসি নির্মাতা ক্লদ লেলুশের ক্যামেরায় বন্দি হয় এক আবেগঘন মুহূর্ত—আনুক এমে ও জঁ-লুই ত্রঁতিনিয়াঁর অসাধারণ এক আলিঙ্গনের দৃশ্য। তিন মাসের প্রস্তুতি, তিন সপ্তাহের শুটিং, আর তার ফল মাত্র বিশ সেকেন্ডের এক অনবদ্য আবেগের এই চিত্র।
এ দৃশ্য ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবির অংশ, যা হয়ে উঠেছিল ভালোবাসার এক অনন্য প্রতীক। একজন পুরুষ ও একজন নারী যারা একে অপরকে ভালোবাসেন, তাদেরকে কখনো আলাদা করা যায় না। তাই ইতিহাসে প্রথমবারের মতো, কান চলচ্চিত্র উৎসব বেছে নিয়েছে একটি ডাবল অফিসিয়াল পোস্টার—একজন পুরুষ এবং একজন নারী পাশাপাশি, আবার একসঙ্গে। দুটি ভিন্ন পোস্টারে পাশাপাশি তুলে ধরা হয়েছে প্রয়াত এই দুই কিংবদন্তি অভিনয়শিল্পীকে—আনুক এমে ও জঁ-লুই ত্রঁতিনিয়া।
কান উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পোস্টারগুলোর মাধ্যমে দুজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, যাঁরা চিরকাল জীবনের চলচ্চিত্রকে উজ্জ্বল করে রাখবেন। তাঁদের পর্দার প্রেমে ফুটে উঠেছিল হতাশা থেকে মুক্তির আবেগময় রঙিন ভালোবাসা।
জঁ-লুই ত্রঁতিনিয়া ১৯৬৯ সালে ‘জি’ চলচ্চিত্রের জন্য কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন। অন্যদিকে, আনুক এমে ১৯৮০ সালে ‘অ্যা লিপ ইন দ্য ডার্ক’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হন। আজ দুজনেই আর আমাদের মাঝে নেই, কিন্তু তাদের স্মৃতি সিনেমাপ্রেমীদের হৃদয়ে অমলিন।
এ বছর ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ১৩ মে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের নেতৃত্ব দেবেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ।