Ridge Bangla

সড়ক দুর্ঘটনায় এপ্রিলে নিহত ৫৮৩: যাত্রী কল্যাণ সমিতি

সড়ক দুর্ঘটনা

গত এপ্রিল মাসে সারাদেশে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮৩ জন এবং আহত হয়েছেন আরও ১,২০২ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মঙ্গলবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, শুধু সড়ক নয়—রেল ও নৌপথ মিলিয়ে এপ্রিল মাসে মোট ৬১০টি দুর্ঘটনায় ৬২৮ জন নিহত ও ১,২০৭ জন আহত হয়েছেন। এর মধ্যে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৫ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরসাইকেল চালক ও আরোহীরা। এপ্রিল মাসে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। সেখানে ১৩৮টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৩৬ জনের এবং আহত হয়েছেন ৩৭৭ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে—মাত্র ২৮টি দুর্ঘটনায় নিহত ৩১ জন এবং আহত ৫১ জন।

প্রতিবেদনে দুর্ঘটনার জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করা হয়েছে, যার মধ্যে রয়েছে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, রোড সাইন ও সড়কবাতির অভাব, মহাসড়কের নির্মাণ ত্রুটি, ট্রাফিক আইন লঙ্ঘন, উল্টোপথে চলাচল, চাঁদাবাজি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যান, অতিরিক্ত যাত্রী পরিবহন ও চালকদের অতিরিক্ত সময় ধরে কাজ করানো।

দুর্ঘটনা রোধে যাত্রী কল্যাণ সমিতি কয়েকটি সুপারিশও করেছে। এর মধ্যে রয়েছে—মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও নিবন্ধন বন্ধ, রাতে সড়কে আলোকসজ্জা নিশ্চিতকরণ, দক্ষ চালক তৈরি, ডিজিটাল ফিটনেস পরীক্ষা ব্যবস্থা, ধীরগতির ও দ্রুতগতির যানবাহনের জন্য আলাদা লেন, চাঁদাবাজি রোধ, চালকদের কর্মঘণ্টা নির্ধারণ, পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি এবং নিয়মিত সড়ক নিরাপত্তা নিরীক্ষা।

আরো পড়ুন