পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলায় একটি স্কুলবাসে আত্মঘাতী বিস্ফোরণে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২১ মে) সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আর্মি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের বহনকারী বাসটি সকালে শিশুদের তুলতে যাচ্ছিল, সেই সময় আত্মঘাতী বোমা হামলাটি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিন শিশু ও দুই প্রাপ্তবয়স্ক নিহত হন। আহতদের নিকটবর্তী সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুজদারের ডেপুটি কমিশনার জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধার অভিযান ও তদন্ত কার্যক্রম এখনো চলছে। প্রশাসনের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “নিরপরাধ শিশুদের উপর হামলা করে সন্ত্রাসীরা তাদের চরম বর্বরতা প্রকাশ করেছে। এটি দেশকে অস্থিতিশীল করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র।”
হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।