Ridge Bangla

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার আপাতত স্থগিত করেছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। রোববার (২৭ এপ্রিল) বিকেলে আন্দোলনকারীদের পাশে গিয়ে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, “৮ মে থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। আমরা চাই আলোচনার মাধ্যমে যৌক্তিক ও সম্মানজনক সমাধানে পৌঁছাতে।”

সরকার আন্দোলনকারীদের ৮ দফা দাবি বিবেচনায় নিতে একটি কমিটি গঠন করেছে বলেও জানান তিনি। বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে গঠিত এই কমিটি দ্রুতই শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনায় অংশ নেবে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী প্রশ্ন তোলেন, “এই আশ্বাসের বাস্তবায়ন কবে?” জবাবে উপদেষ্টা বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চাই। তোমাদের প্রত্যাশা আমাদের অজানা নয়।”

প্রসঙ্গত, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন। লিখিত পরীক্ষা শুরুর দিন নির্ধারিত ছিল ৮ মে, যার সময়সূচি ইতোমধ্যে প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

তবে সরকারের ঘোষণার পর আন্দোলনকারীরা কিছুটা আশ্বস্ত হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তাদের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

আরো পড়ুন