সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর গ্রামে মিয়াবাড়ী মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ জুন) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ফারুক হোসেনের দিকনির্দেশনায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বড় খাটামারী গ্রামের নুরনবী ইসলাম (৩৭), শিংঝাড় গ্রামের লাল মিয়া (২৪), শিংঝাড় খাসির ভিটা গ্রামের শাহআলম (৪৫) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চানপুর গ্রামের রুহুল আমিন (৩৫)।
অভিযানে তাদের কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি একরামুল হোসাইন আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মাদকবিরোধী এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”