Ridge Bangla

কুবিতে মাদক সংশ্লিষ্টতায় ৪ শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়ার ঘটনায় চার শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন। তাদের মধ্যে দুই শিক্ষার্থীকে বুধবার (৭ মে) বিকেল ৫টার মধ্যে, আর বাকি দুইজনকে বৃহস্পতিবার পরীক্ষার পর হল ছাড়তে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খাঁন। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওয়াসিফুল ইসলাম সাদিফ, লোকপ্রশাসন বিভাগের একই ব্যাচের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান। এদের মধ্যে সাদিফ ও আরিফ ইতোমধ্যে হল ত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ধূমপান ও মাদকমুক্ত ক্যাম্পাস গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার (৬ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়-২৪ হলে অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চারজন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।

হল প্রাধ্যক্ষ জানান, “দুইজন শিক্ষার্থী আজই হল ছেড়েছে। বাকি দুইজনের পরীক্ষা থাকায় তাদের বৃহস্পতিবারের মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “প্রাধ্যক্ষের চিঠির ভিত্তিতে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। আগামীকাল শৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন