Ridge Bangla

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা। বৃহস্পতিবার (১ মে) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে এ যানজটের সূচনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার দিয়ে যানটি সরানো সম্ভব না হওয়ায় ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধারকাজ পরিচালনা করতে হয়।

ফলে চান্দিনা, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি ও নিমসার পর্যন্ত মহাসড়কের প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে গেলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। তবে বর্তমানে কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে।”

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, “চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।”

আরো পড়ুন